বদলের হাওয়া বহুতল ভবনে

দেশ রূপান্তর প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪

বদলে যাচ্ছে চট্টগ্রাম মহানগরীর নগরায়ণের চিত্র। একসময় নগরীর আগ্রাবাদ-চৌমুহনী এলাকায় বহুতল ভবনের সংখ্যা বেশি থাকলেও এখন সেখানে বদলের হাওয়া। বর্তমানে চকবাজার, জামালখান, শুলকবহর, মুরাদপুর, বহদ্দারহাট, চান্দগাঁওসহ নগরের উত্তর-পূর্ব দিকের এলাকায় বাড়ছে বহুতল ভবন।


সম্প্রতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) মাস্টারপ্ল্যান প্রকল্পের আওতায় নগরীর ভবনগুলোর উপর সার্ভে করে। সম্প্রতি শেষ হওয়া সেই সার্ভেতে দেখা যায়, চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডে ৪ লাখ ১ হাজার ৭১১টি ভবন রয়েছে। এসব ভবনের মধ্যে এক থেকে ছয়তলা পর্যন্ত ভবন রয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৭৫৭টি। ৭ থেকে ১০ তলা পর্যন্ত ভবন রয়েছে ১৩ হাজার ৪৮০, ১১ থেকে ১৫ তলার রয়েছে ৪১৫, ১৬ থেকে ২০ তলার রয়েছে ৫০ ও ২০ তলার অধিক উচ্চতার ভবন রয়েছে ৯টি। সার্ভে থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে কম উচ্চতার (এক থেকে ছয়তলা) ভবনের শীর্ষে রয়েছে চান্দগাঁও ওয়ার্ড। এই ওয়ার্ডে ২১ হাজার ৫০টি বাড়ি রয়েছে। আর পরেই রয়েছে নগরীর ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড (২১ হাজার ২৬টি)। এ ছাড়া ৪০ নম্বর ওয়ার্ড উত্তর পতেঙ্গায় ১৫ হাজার ৯৭৮, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে ১৪ হাজার ৭৩৬, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ১৭ হাজার ৪৫৫ ও ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ১৪ হাজার ৩০৬টি ভবন রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও