সংস্কারেই সম্ভব জনবান্ধব চরিত্র

দেশ রূপান্তর সেলিম খান প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮

রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক ব্যবহারের শুরু, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের কর্র্তৃত্বে পুলিশ ব্যবস্থা গঠনকালেই। এরই ধারাবাহিকতায় ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিশ বাংলায় প্রথম থানাভিত্তিক পুলিশি ব্যবস্থা চালু করেন। যাদের অন্যতম কাজ ছিল, সমাজের আইনশৃঙ্খলা রক্ষা করা। তবে ভারতে ঔপনিবেশিক শাসন-শোষণ বজায় রাখতে এবং একই সঙ্গে ভিন্নমত দমনে যথেচ্ছভাবে পুলিশকে ব্যবহার করেছে ব্রিটিশ প্রশাসন।


স্বাধীন ভারতবর্ষ এমনকি পাকিস্তান হয়ে স্বাধীন বাংলাদেশেও পুলিশের রাজনৈতিক ব্যবহারের মাত্রা এতটুকু কমেনি বরং বেড়েছে। একাত্তর সালে রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এই জনপদের মানুষ ঔপনিবেশিক শাসন-শোষণ থেকে মুক্তি পেলেও মুক্তি মেলেনি ঔপনিবেশিক আইনকানুন থেকে। বরং স্বাধীন দেশের শাসকরা ‘জনশৃঙ্খলা’ রক্ষার নামে দেশের জনগণের ওপর জারি রেখেছে জেল, জুলুম, নিয়ন্ত্রণ, দমনপীড়ন আর শৃঙ্খলের মতো রাষ্ট্রিক হাতিয়ার। রাষ্ট্র ও সরকারের যাবতীয় জনবিরুদ্ধ কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশকে ব্যবহার করা হয়েছে যথেচ্ছভাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও