সরকার যার পুলিশ তার
প্রাচীনকাল থেকেই ‘পুলিশ’ শব্দটির সঙ্গে মানুষের অনেক ধরনের আবেগ-অভিজ্ঞতা জড়িয়ে রয়েছে। তাদের প্রতি সাধারণ মানুষের রাগ-ক্ষোভ দুঃখ-ঘৃণা যেমন আছে তেমনি গর্ব, ভালোবাসা এবং সম্মানও আছে। ‘পুলিশ জনগণের বন্ধু’ এই প্রবাদটির প্রতি আস্থা ফিরিয়ে আনাই বর্তমানে কঠিন বিষয়।
এর জন্য প্রচলিত পুলিশিং ব্যবস্থার ব্যাপক সংস্কার এবং সব ধরনের দলীয় লেজুড়বৃত্তিমুক্ত জনকল্যাণমুখী একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের দরকার হলেও, তা এ সময় কতটুকু সম্ভব? আদৌ কি স্বাধীনভাবে সেবা প্রদান, দলীয় রাজনীতির খবরদারি এবং ব্যক্তিস্বার্থে ব্যবহার না করে এই বাহিনীকে এগিয়ে নেওয়া যাবে? বাস্তবতা কী বলে?
- ট্যাগ:
- মতামত
- আইনশৃঙ্খলা বাহিনী
- আইনশৃঙ্খলা