গাজায় হাসপাতালের পাশে ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২
গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আল-আওদা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
খবরে বলা হয়েছে, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা একটি সম্প্রচার ভ্যানের ভেতরে বসে হাসপাতালের নিকটবর্তী ঘটনাবলি কভার করছিলেন। এ সময় ওই ভ্যানটি ইসরায়েলি হামলার শিকার হয়।