ভারতে খ্রিস্টানদের ক্যারল পার্টিতে হামলা, গ্রেফতার ৪

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪০

ভারতের কেরালায় একটি গির্জার ক্রিসমাস ক্যারল পার্টিতে হামলার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) পাথানামথিট্টা জেলার কুমবানাড এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


ক্রিসমাস ক্যারল পার্টি হলো একটি খ্রিস্টীয় ঐতিহ্য, যেখানে একটি গির্জার বা সম্প্রদায়ের সদস্যরা দলবদ্ধভাবে বিভিন্ন বাড়ি বা স্থানে ঘুরে ঘুরে বড়দিন সম্পর্কিত গান (ক্যারল) পরিবেশন করেন। এই গানগুলো সাধারণত যিশুখ্রিস্টের জন্ম এবং খ্রিস্টীয় বিশ্বাসের আনন্দময় দিকগুলো তুলে ধরে। এই ধরনের পার্টি মূলত মানুষের মধ্যে আনন্দ ও ধর্মীয় ভাবধারা ছড়িয়ে দিতে এবং গির্জার জন্য অনুদান সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও