You have reached your daily news limit

Please log in to continue


মোস্তাফা জব্বারের ভাইয়ের ওপর আস্থা রেখেছে এনসিটিবি!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সব সেক্টর থেকে ফ্যাসিস্টদের সরানোর দাবি উঠেছে। অনেক জায়গায় রদবদলও এনেছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিন একচ্ছত্র টেন্ডারবাজি করা প্রতিষ্ঠানগুলোকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। ব্যতিক্রম শুধু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির পাঠ্যবই ছাপানোর কাজ এখনও আওয়ামী লীগের দোসরদের দখলে। সিন্ডিকেট করে বই ছাপার কাজ এখনও নিজেদের কবজায় রেখেছেন তারা। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বারের ভাই রাব্বানী জব্বার একাই পেয়েছেন এক কোটি ৩৩ লাখের বেশি পাঠ্যবই ছাপার কাজ।

এনসিটিবি সূত্রে জানা যায়, আগামী শিক্ষাবর্ষের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট এক কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ১৫৯টি বই ছাপার কাজ পেয়েছে রাব্বানী জব্বারের দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ১৯টি লটে এক কোটি ৩০ হাজার বই, বাকিগুলো প্রাথমিকের। ‘আনন্দ’ ও ‘এপেক্স’— এ দুটি প্রেস দিয়ে তিনি এ কাজ পেয়েছেন। গত ৫ আগস্টের পর সাবেক মন্ত্রীর ভাইয়ের এত সংখ্যক বই ছাপার কাজ পাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সরকারি এ কাজের সঙ্গে যুক্তরা। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে সরকারি দুটি গোয়েন্দা সংস্থাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন