ঢাকায় ঘরের বাতাস বেশি দূষিত, হুমকির মুখে জনস্বাস্থ্য

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০

আরমান হোসেন (৪০)। পরিবার নিয়ে থাকেন রাজধানীর মগবাজারে। তার ফ্ল্যাটটি ১ হাজার ২০০ বর্গফুটের। তিনটি কক্ষে চারটি জানালা রয়েছে। রান্নাঘর, ডাইনিং টেবিল থেকে শুরু করে ঘরের সব জায়গায় ধুলাবালিতে ভরা। বাতাসের সঙ্গে ময়লার গন্ধ তো আছেই। গন্ধ ও ধুলাবালির কারণে অতিষ্ঠ তার পরিবার।


আরমান হোসেন জাগো নিউজকে বলেন, ‘শীতে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। নিয়মিত ঘর ঝাড়ু দিলেও তিন-চার ঘণ্টা পর ফের ধুলাবালিতে ভরে যায়। প্রতিটা দিনই অসহ্য আর বিরক্তির মধ্য দিয়ে কাটছে। জানালা বন্ধ রেখেও কোনো কাজ হয় না। একটু ফাঁকফোকর থাকলে সেখান দিয়ে ধুলা ঢোকে।’


দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত কি না এমন প্রশ্নের জবাবে আরমান হোসেন বলেন, ‘ধুলাবালির কারণে সর্দি লেগেই থাকে। তাছাড়া হাঁচি-কাশি তো নিত্যদিনের ঘটনা। এদিকে বাবার শ্বাসকষ্ট। বয়সও হয়েছে। বাবা বেশি কষ্টে থাকেন। ঢাকার প্রায় সব মানুষই এভাবে বসবাস করছে। আমরাও অভ্যস্ত হয়ে গেছি।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও