স্মার্টফোনেই মিলবে জাইস টেলিফটো প্রযুক্তি, ভিভো আনছে নতুন অভিজ্ঞতা
www.techtrendbd.com
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৩:০১
বিশ্বখ্যাত লেন্স নির্মাতা জাইস-এর সাথে যৌথভাবে উদ্ভাবিত অত্যাধুনিক টেলিফটো প্রযুক্তি নিয়ে আসছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো এক্স২০০। এই স্মার্টফোনের ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা দূরত্ব ও বিশদতাকে এক অসাধারণ মাত্রায় উপস্থাপন করবে।
টেলিফটো প্রযুক্তির বৈশিষ্ট্য
টেলিফটো ক্যামেরা বিশেষভাবে কার্যকর পোর্ট্রেট, ম্যাক্রো ফটোগ্রাফি এবং দূরের বস্তু ধারণে। এই প্রযুক্তি সাবজেক্টের ওপর ফোকাস রেখে ব্যাকগ্রাউন্ড ঝাপসা করতে পারে, যা ছবি তুলতে ডিএসএলআর-এর অভিজ্ঞতা নিয়ে আসে। টেলিফটো ম্যাক্রো ফিচার দিয়ে ক্ষুদ্র উপাদানও সহজে ও স্পষ্টভাবে ক্যামেরায় ধারণ করা সম্ভব।