You have reached your daily news limit

Please log in to continue


পর্দায় হোমারের মহাকাব্য ‘ওডেসি’ আনছেন নোলান

হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি ‘ওপেনহাইমার’ বিশ্বের বক্স অফিসে একাধিক নজির গড়েছে। তারপর থেকেই নোলানের পরবর্তী ছবি নিয়ে দর্শকদের মনে কৌতূহল ধীরে ধীরে বাড়তে শুরু করে। এরই মধ্যে জানা গেল বিখ্যাত এই পরিচালকের নতুন ছবির নাম।

গত মঙ্গলবার প্রযোজনা সংস্থা ‘ইউনিভার্সাল পিকচার্স’ নোলানের পরবর্তী ছবির শিরোনাম প্রকাশ করেছে। যেখানে থাকছেন হলিউডের প্রথম সারির একাধিক অভিনেতা।

নোলানের নতুন এই ছবিটি হোমার রচিত গ্রিক মহাকাব্য ‘ওডেসি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে। ছবির নাম রাখা হয়েছে ‘দি ওডেসি’। আর নোলানের ছবি মানেই, সেখানে বিশ্বের প্রথম সারির চর্চিত অভিনেতাদের ভিড়। এবারেও তার অন্যথা হচ্ছে না। ‘দ্য ওডেসি’তে থাকছেন টম হল্যান্ড, ম্যাট ডেমন, রবার্ট প্যাটিনসন, অ্যান হ্যাথওয়ে, জেন্ডায়া, চার্লিজ থেরন প্রমুখ। তাদের মধ্যে অনেকেই নোলানের ছবিতে অভিনয় করেছেন। তবে টম হল্যান্ড, জেন্ডায়া এবং চার্লিজ থেরনের সঙ্গে এই প্রথম কাজ করতে চলেছেন নোলান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন