অপটিমাসকে টেক্কা দেবে চীনা রোবট

যুগান্তর প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৬

হিউম্যানয়েড রোবট তৈরিতে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে চীনের রোবোটিকস প্রতিষ্ঠান অ্যাগিবট। ২০২৬ সালে ইলন মাস্কের টেসলার অপটিমাস রোবট বাজারে আসার আগেই ১ হাজার রোবট উৎপাদন করে বৈশ্বিক রোবোটিকস খাতে প্রভাব বিস্তার করবে অ্যাগিবট।


ঝিউয়ান রোবোটিকস নামেও পরিচিত এ প্রতিষ্ঠান ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা করেন পেং ঝিহুই। কোম্পানিটি আগস্টে তার প্রথম হিউম্যানয়েড রোবট মডেল রেইজ এ১ উন্মোচন করে এবং পরবর্তী সময়ে আরও পাঁচটি নতুন মডেল প্রকাশ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও