You have reached your daily news limit

Please log in to continue


প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আর কোনো দিন প্রেমে জড়াব না: বিবেক

এক সময় বলিউড অভিনেতা বিবেক ওবেরয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের প্রেমে হাবুডুবু খান। সাবেক এ বিশ্বসুন্দরীকে নিয়ে বলি ইন্ডাস্ট্রিতে সেই সময় চর্চা ছিল। তাদের দুজনকে নিয়ে কম জল ঘোলা হয়নি বিনোদন জগতে। এমনকি অভিনেতা সালমান খানের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে যায়। বিবেকের সেই প্রেমসম্পর্ক চলে কয়েক বছর। 

ঘটনা ২০০৩ সালের।  ‘কিউ হো গায়া না’ ছবির সেটে রাই সুন্দরীর সঙ্গে বিবেকের প্রেম শুরু। সেই সময় ঐশ্বরিয়া ও বিবেকের প্রেমসম্পর্ক ইন্ডাস্ট্রিতে চাউর। ঐশ্বরিয়াকে নিয়ে এর মাঝেই সালমানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বিবেক। এমনকি সালমান খান তাকে ফোনে হুমকি পর্যন্ত দেন। এরপর ২০০৫ সালে ঐশ্বরিয়া-বিবেকের বিচ্ছেদ হয়। ২০১০ সালে প্রিয়াংকা আলভার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন বিবেক। দম্পতির এক পুত্র ও এক কন্যা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন