আজ তারকা হোটেলে বড়দিনের কী আয়োজন

প্রথম আলো প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫০

বড়দিনের আলোকসজ্জায় সেজেছে প্যান প্যাসিফিক সোনারগাঁও। হোটেলের প্রবেশমুখে একটা রেইনডিয়ার বানানো হয়েছে। ভেতরে টেরাকোটা চত্বরেও চোখে পড়বে বিশেষ আলোকসজ্জা। পাশেই আজ সারপ্রাইজ উপহার নিয়ে শিশুদের জন্য অপেক্ষায় থাকবেন সান্তা ক্লজ। ক্রিসমাস ট্রিতে সাজানো হয়েছে হোটেলের লবি ও ক্যাফে বাজার। সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পুল সাইডে (ওয়েসিস) শিশুদের জন্য থাকছে ক্রিসমাস কিডস কার্নিভ্যাল। যেখানে এবার বিশেষ আকর্ষণ ‘টগি ফান ওয়ার্ল্ড’। এখানে গেম রাইড, পাপেট শো, জাদু প্রদর্শনী, নাগরদোলাসহ নানা কিছু রাখা হয়েছে। জনপ্রতি ১ হাজার ৫০০ টাকার টিকিটে এই কার্নিভ্যালে অংশ নিতে পারবেন শিশু ও প্রাপ্তবয়স্করা। নির্দিস্ট ব্যাংকের কার্ডে মিলবে নানা রকম ছাড়।


হোটেলের ক্যাফে বাজারে আয়োজন করা হয়েছে বড়দিনের বিশেষ বুফে ডিনার। পুল ক্যাফেতে থাকছে লাইভ গান শুনতে শুনতে বুফের ব্যবস্থা। হোটেলের লবি লাউঞ্জ থেকে কেনা যাবে ক্রিসমাস গুডিজ, কেক, পেস্ট্রি ইত্যাদি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও