শীতে চোখের সংক্রমণ থেকে কীভাবে বাঁচবেন
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬
শীতের দিনে চোখে ঠান্ডা লেগে যায় চট করে। তারপর চোখে জ্বালা, চোখ ফুলে লাল হয়ে যাওয়া, অনবরত পানি পড়তে থাকে। ঠান্ডার সময় কনজাঙ্কটিভাইটিসের সমস্যাও ভোগায়। সংক্রমণের কারণেও চোখ কড়কড় করে, চোখ থেকে পানি পড়তে থাকে। তাই সেই সময়ে চোখের একটু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
শীতের দিনে বাতাসে দূষিত কণার পরিমাণ বেড়ে যায়। ভাইরাস, ব্যাকটেরিয়া, ক্ষতিকর ছত্রাকদের চোখরাঙানিতেই চোখের মণির চারপাশে লাল রঙ ধরে। সেই সঙ্গে অনবরত পানি পড়া, জ্বালা-যন্ত্রণা, পিচুটি, চুলকানি সব মিলিয়ে বড় কষ্টকর ব্যাপার! চক্ষু চিকিৎসকরা জানাচ্ছেন, বাতাসের জলীয় কণাকে ভর করে ভেসে বেড়ায় অনেক ভাইরাস, যার মধ্যে শক্তিশালী অ্যাডিনো ভাইরাস চোখে সংক্রমণ ঘটায়। কর্নিয়ায় ছোট ছোট দানা তৈরি হয়। যার ফলে দৃষ্টি ঝাপসা হয়ে যায়, চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। তা ছাড়া ড্রাই আইজের সমস্যাও ভোগায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- চোখের যত্ন