শান্তি ও সম্প্রীতির দিন
বড়দিন মানেই অনেকের কাছে খ্রিস্টানদের একটি বড় মহোৎসব। আর সে জন্যই দিনটি সরকারি ছুটির দিন। কোনো ঘটনাকে কেন্দ্র করে এই বড়দিন মহোৎসব এবং আমাদের জন্য এই ঘটনা কী শিক্ষা আনে, সেটিই আমাদের প্রতিপাদ্য বিষয়।
ঈশ্বর-সৃষ্ট সুখী মানুষ যখনই পাপ করে বসল, তখন শাস্তির পাশাপাশি ঈশ্বর মুক্তির প্রতিজ্ঞাও দিলেন।
পবিত্র বাইবেলে উল্লেখ আছে যে এক নারীর বংশ শয়তানের মাথা চূর্ণ করবে (আদিপুস্তক ৩:২৫-১৬) অর্থাৎ নারী হওয়ার মধ্য দিয়ে এসেছে পাপ, ঈশ্বর-মনোনীতা আরেক নারীর মধ্য দিয়ে আসবে পরিত্রাণ। সেই নারীর গর্ভে হবে যার জন্ম, তাঁর মধ্য দিয়েই হবে পাপের অবসান, আসবে মানব পরিত্রাণ।