বড় হোক আমাদের জীবন
বড়দিন ঈশ্বরের মন ও তাঁর বাণীর মানসে মূর্ত হওয়ার কথা বলে। ঈশ্বরের সবচেয়ে বড় পরিচয়, তিনি তাঁর প্রেমকে পৃথিবীর মানুষের জন্য প্রকাশ করেছেন। যুগে যুগে ঈশ্বরের সেই প্রেমে উদ্বুদ্ধ হয়ে অনেক খ্রিস্টভক্ত খ্রিস্টীয় আদর্শ ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে মানবসেবার ক্ষেত্রে অনেক যুগান্তকারী কাজ করেছেন। যিশুর প্রচার ও কাজের মূল বিষয় মানব সমাজে ঈশ্বরের শান্তি ও ন্যায্যতার প্রতিষ্ঠা।
এক ঐতিহাসিক ঘটনার কথা মনে পড়ে। ৩৯১ খ্রিস্টাব্দের কোনো একদিন। রোম সাম্রাজ্যের পূর্বাঞ্চলের এক সন্ন্যাসী। নাম তারা টেলেমাখুস।