প্রভু যিশুর আগমন ও বড়দিনের তাৎপর্য

ঢাকা পোষ্ট বিজয় এন. ডি’ক্রুজ প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৮

যুগ যুগ ধরে ইহুদি জাতি তাদের মুক্তিদাতা মসীহ্‌র (যিশুর) জন্য অপেক্ষা করছিল কারণ তিনি এসে তাদের মুক্ত করবেন। বিভিন্ন নবী মুক্তিদাতার আগমনের কথা ঘোষণা করেছেন এবং তাদের প্রস্তুতও করেছেন। নবীরা ইহুদি জাতিকে তাদের মন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। 


প্রচার করেছেন তারা যেন মানুষের তৈরি দেবমূর্তিকে নয় বরং সব মন-প্রাণ ও শক্তি দিয়ে এক ঈশ্বরের পূজা করেন এবং তার নির্দেশ অনুসারে জীবনযাপন করেন, তাদের হৃদয় যাতে কঠোর না করে, তারা যাতে সৎ ও পবিত্র জীবন যাপন করে, প্রতিবেশীকে ভালোবাসে, অভাবী, বিধবা ও দীন-দরিদ্রদের প্রতি ভালোবাসা, দয়া ও সাহায্যের হাত বাড়িয়ে দেয়।


খ্রিস্টের জন্মের ৭০০ বছর পূর্বে বিভিন্ন নবীরা তার সম্বন্ধে ভবিষ্যৎ বাণীও করেছেন, ‘হে আকাশমণ্ডল, ঊর্ধ্ব থেকে শিশিরপাত করুক, মেঘমালা ধর্মময়তা (ন্যায্যতা) বর্ষণ করুক। উন্মোচিত হোক মর্তের মুখ, অঙ্কুরিত হোক পরিত্রাণ আর সেই সঙ্গে ধর্মময়তা (ন্যায্যতা) ফুটে উঠুক। আমিই প্রভু, এই সবকিছুই আমি সৃষ্টি করেছি’ (ইসাইয়া: ৪৫:৮:)। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও