বিমানের ফ্লাইটে ফের যৌন হয়রানির অভিযোগ, আতঙ্কে নারী কেবিন ক্রুরা
পাইলটের পর এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টোগামী ফ্লাইটে এক পুরুষ কেবিন ক্রুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন আরেক নারী কেবিন ক্রু। ঘটনার পর বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর অভিযোগ দিয়েছেন ওই নারী। তবে এখনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃশ্যমান শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি বিমান। এতে আতঙ্কে আছেন নারী কেবিন ক্রু ও তাদের পরিবারের সদস্যরা।
সম্প্রতি বিমানের সবচেয়ে সুরক্ষিত জায়গা ককপিটে পাইলটের আসনে আরও দুটি যৌন হয়রানির ঘটনা ঘটে। এ দুটি ঘটনায় যৌন হয়রানির শিকার হন দুই নারী কেবিন ক্রু। তারা অভিযুক্ত পাইলটদের বিরুদ্ধে বিমান এমডির কাছে অভিযোগ করেন। তবে কোনো ঘটনায়ই এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়নি।
টরন্টোর ফ্লাইটে যৌন হয়রানি
গত ১৯ নভেম্বর বিমানের এমডি বরাবর যৌন হয়রানির অভিযোগ দেন এক কেবিন ক্রু। অভিযোগে বলা হয়, ওই নারী কেবিন ক্রু বিমানের ফ্লাইট সার্ভিস উপ-বিভাগে ফ্লাইট স্টুয়ার্ডেস হিসেবে কর্মরত। গত ১৮ অক্টোবর তিনি ঢাকা থেকে টরন্টো ফ্লাইটে ওঠেন। ঢাকা থেকে ইস্তাম্বুল সেক্টরে তার পজিশন ছিল এ ফোর (A4)। ওই ফ্লাইটে এ টু (A2) ছিলেন আরেক কেবিন ক্রু এফ এস শিশির। ঢাকা থেকে ইস্তাম্বুল সেক্টরে গ্যালিতে কাজের সময় এফ এস শিশির প্রথমবার অকস্মাৎ খারাপভাবে তার শরীর স্পর্শ করেন। বিষয়টি শিশিরকে বুঝতে না দিয়ে তিনি এড়িয়ে যান। কিন্তু ফ্লাইটে অন্যদের অগোচরে কাজের ফাঁকে বারবার আকস্মিকভাবে শিশির নারী কেবিন ক্রুর স্পর্শকাতর অঙ্গে ইচ্ছাকৃতভাবে অশালীন স্পর্শ করতে থাকেন, যা কুরুচিপূর্ণ ও যৌন হয়রানির পর্যায়ে পড়ে। ওই নারী কেবিন ক্রু স্তম্ভিত হয়ে ফ্লাইটেই এর প্রতিবাদ করেন।