শ্যাম বেনেগালের শেষযাত্রা
প্রথম আলো
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:১৪
আজ দুপুরে ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র আঙিনায়।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন শ্যাম বেনেগাল। এ ছাড়া কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ডায়ালাইসিসের পাশাপাশি তাঁর চিকিৎসা চলছিল। দুই বছর আগে শ্যাম বেনেগালের দুটি কিডনি নষ্ট যায়। গতকাল মুম্বাই সেন্ট্রালের ওখার্ড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি।