‘একটু সাইড দেবেন প্লিজ!’, পেঙ্গুইনের কাণ্ডে মজে নেটপাড়া, দেখুন ভিডিয়ো
eisamay.com
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৭
‘একটু সাইড দেবেন প্লিজ!’ মুখ ফুটে বলতে পারেনি অবলা প্রাণীটি। রোম্যান্টিক মুহূর্ত কাটানোর সময় পেছনে ফিরতেই চোখে পড়ে যুগলের। একটি পেঙ্গুইনের হাঁটার রাস্তা আটকে ছিল দু’জনেই। দেখা মাত্রই রাস্তা ছেড়ে দেওয়া হয় তাকে। গুটি গুটি পায়ে এগিয়ে চলে পেঙ্গুইন। এরকমই একটি আদুরে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আন্টার্কটিকায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় লক্ষ্য করা গিয়েছে, বরফের চাদরে ঢাকা পাহাড়ে দাঁড়িয়েছিলেন যুগল। নিজেদের মধ্যে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন তাঁরা। সেই সময়ে তাঁদের পেছনে এসে দাঁড়ায় একটি পেঙ্গুইন। ওই যুগলের কিছুটা দূর থেকেই ভিডিয়ো করছিলেন আরেকজন। তিনিই সম্ভবত ওই যুগলকে ডেকে পেঙ্গুইনের দাঁড়িয়ে থাকার বিষয়টি জানান।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল