‘পপকর্নেও কর লাগে…’, দেশ ত্যাগের ডাক স্টার্টআপ মালিকের, ভারত কি হবে ধনী শূন্য?
eisamay.com
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৬
গত কয়েক বছরে বারবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে একটা কথা শোনা গিয়েছে, ‘ইজ় অফ ডুইং বিজ়নেস’। অর্থাৎ, ব্যবসা করার স্বাচ্ছন্দ্য। লাল ফিতের ফাঁস আলগা করে তিনি ভারতকে একটা ব্যবসা-বান্ধব দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। ‘মেক ইন ইন্ডিয়া’ ব্র্যান্ড তৈরির চেষ্টা করেছেন। কিন্তু ভারত কি আদৌ উদ্ভাবক এবং উদ্যোগপতিদের স্বর্গ হয়ে উঠতে পেরেছে? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘রেডডিট’-এ বিতর্কিত প্রশ্ন তুলে দিলেন এক উদ্যোগপতি।
‘ইন্ডিয়া’ সাবরেডইট-এ, ‘লিভ ইন্ডিয়া! ইট ইজ় হাই টাইম!’ (ভারত ত্যাগ করুন! এটাই সেরা সময়!) শিরোনামে এক পোস্টে ওই নেটিজ়েন ভারতের মোটা টাকা উপার্জনকারী পেশাদারদের দেশ ছাড়ার আহ্বান জানিয়েছেন। ওই পোস্টে তিনি ভারতের ব্যবসায়িক পরিবেশ এবং শাসন ব্যবস্থার সমালোচনা করেছেন।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল