বিদ্যমান রাষ্ট্রসেবা দিয়ে বাণিজ্য ঘাটতি পূরণ কতটা সম্ভব?
গত অক্টোবরে প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বিজনেস রেডি’ প্রতিবেদনের তথ্যমতে, আন্তর্জাতিক বাণিজ্যসংক্রান্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ সারিতে। ১০টি সূচকের সমন্বয়ে নম্বরের ভিত্তিতে গঠিত এ অবস্থান-প্রতিবেদনে সরকারি সেবা প্রদানসংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রে ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে মাত্র ২৯ দশমিক ৫২, যা বাংলাদেশের প্রচলিত নম্বর বণ্টন প্রক্রিয়ায় ফেল নম্বর।
এখন প্রশ্ন হচ্ছে, সম্পদের ব্যাপক ঘাটতি ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অন্য অনেক জরুরি প্রয়োজনকে উপেক্ষা করে জাতীয় বাজেটে জনপ্রশাসন খাতের বরাদ্দ যেখানে অনেকটাই গুণিতক হারে বাড়ছে, সেখানে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনায় সেবা সহায়তা জোগানোর ক্ষেত্রে বাংলাদেশের জনপ্রশাসন এতটা পিছিয়ে কেন?
- ট্যাগ:
- মতামত
- বাণিজ্য ঘাটতি