চাঁদপুরে কার্গো জাহাজে ঘুমন্তদের মাথায় কুপিয়ে হত্যা করা হয়: নৌপুলিশ
চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে নিহতদের ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে নৌপুলিশ।
এ ঘটনায় নিহত সাত শ্রমিকের মধ্যে জাহাজ থেকে উদ্ধারকৃত পাঁচজনের মরদেহের সুরতহালের দায়িত্বে থাকা চাঁদপুরের হরিণা নৌপুলিশের উপপরিদর্শক তরিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, 'সারবাহী আল বাকেরা কার্গো জাহাজটিতে পাঁচ শ্রমিক যেভাবে ঘুমিয়েছিলেন, সেভাবেই তাদের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়।'
চাঁদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'কার্গো জাহাজের নিহত সাত শ্রমিকের সুরতহাল শেষ হয়েছে। শিগগির পিবিআই ও সিআইডির তদন্ত দল মরদেহের ময়নাতদন্ত শুরু করবে। আশা করি ময়নাতদন্তের পর আমরা বেশ কিছু তথ্য পাব। আপাতত তিনজন নিহত ও একজন আহত শ্রমিকের পরিচয় পাওয়া গিয়েছে। আশা করছি খুব শিগগির বাকিদের পরিচয় পাওয়া যাবে।'
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঘুমন্ত
- কুপিয়ে হত্যা