You have reached your daily news limit

Please log in to continue


হাসিনার বানোয়াট পরিসংখ্যান

আর্থিক খাতে শেখ হাসিনার পুরো শাসনামল জুড়েই ছিল বানোয়াট পরিসংখ্যানের ছড়াছড়ি। অর্থনৈতিক দুর্বলতা ঢাকতে প্রবৃদ্ধি, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, খেলাপি ঋণ, রাজস্ব আদায়, মূল্যস্ফীতিসহ সব সূচকেই পরিসংখ্যান জালিয়াতি করা হয়। বানোয়াট পরিসংখ্যানের উন্নয়ন গল্পে প্রতারিত হয়েছে বিশ্বব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)সহ দেশি বিদেশি বিভিন্ন গবেষণা সংস্থা ও উন্নয়ন সহযোগীরা।

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ হাসিনা সরকারের পরিসংখ্যান জালিয়াতিকে ‘এক বিষ্ময়কর টপ টু বটন দুর্নীতির উন্নয়ন’ হিসেবে মন্তব্য করেছেন। তাঁর মতে, বিগত দেড় দশকে আর্থিক খাতকে যেভাবে জালিয়াতি তথ্যের ওপর দাঁড় করানো হয়েছিল-তা দেশের ইতিহাসে তো বটেই দুনিয়াতেও বিরল।

পরিসংখ্যান জালিয়াতির মাধ্যমে ভয়াবহ এমন দুর্নীতি হলেও, কোনো এক অদৃশ্য কারণে এ নিয়ে প্রশ্ন তোলেনি বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি। ঠিক একই ভাবে দেশে যাঁরা সরকারের দেয়া তথ্যের ওপর ভর করে বিভিন্ন গবেষণা কর্মকান্ড চালিয়েছেন, তারাও ছিলেন নিরব। এই নিরবতার পেছনে হাসিনার চতুরতা ও ভিন্ন পথে তথ্য প্রাপ্তির সুযোগ না থাকাকেও যৌক্তিক কারণ বলে দাবি করেন অর্থনীতিবিদ ও গবেষকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন