মৌ বললেন, ওটা রহস্যই থাকুক

প্রথম আলো প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২০

নৃত্যশিল্পী হিসেবেই সাদিয়া ইসলাম মৌ বেশি পরিচিত। তবে সময়–সুযোগ হলে মাঝেমধ্যে নাটকেও অভিনয় করেন। এসব নাটকের বেশির ভাগ বিশেষ দিবস উপলক্ষে প্রচারিত হয়ে থাকে। সে ধারাবাহিকতায় সম্প্রতি তিনি একটি নাটকের শুটিং করলেন। ‘সোনার সিন্দুক’ নামের এই নাটকে মৌকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। নাটকটি বাংলাদেশ টেলিভিশনের হীরকজয়ন্তীতে প্রচারিত হবে।


‘সোনার সিন্দুক’ নাটকের শুটিং হয়েছে ঢাকা ও এর আশপাশে। মৌ বলেন, ‘আমার তো আসলে সেভাবে নিয়মিত নাটকে অভিনয় করা হয় না। হঠাৎ করে গল্প ভালো লাগায় কিছুদিন আগে চয়নিকা চৌধুরী পরিচালিত একটি নাটকের শুটিং করেছি, যেটি আগামী ঈদে প্রচারিত হবে। এর মধ্যে “সোনার সিন্দুক” নাটকের প্রস্তাব পাই। এই নাটকে কাজ করার পেছনে দুটি বিষয় বেশি কাজ করেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও