You have reached your daily news limit

Please log in to continue


মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনাকারীরা ফ্যাসিবাদের মতো নাগরিক অধিকার কেড়ে নিতে চায়: জোনায়েদ সাকি

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিরা ফ্যাসিস্টদেরই দোসর বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। কোনো মানুষের এই রকম মর্যাদাহানি কেউ ঘটাতে পারে— প্রশ্ন রেখে তিনি বলেছেন, ‘যারা করে তাঁরা ফ্যাসিস্টেরই দোসর। এভাবে মানুষের মানবিক মর্যাদা ক্ষুণ্ন করা এটা ফ্যাসিবাদের দোসরদেরই কাজ। যাঁরাই করে থাকুক, তাঁরা আসলে ওই ফ্যাসিবাদের মতো করে আমাদের নাগরিক অধিকার কেড়ে নিতে চায়।’

আজ সোমবার বেলা চারটায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত গণসংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষে৵ কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক এই গণসংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন সিলেট জেলা কমিটি।

ফ্যাসিস্টরা যা করেছে, গণতান্ত্রিক শক্তি তা করতে পারে না উল্লেখ করে সংলাপে জোনায়েদ সাকি বলেন, ‘ফ্যাসিস্টদের পথ অবলম্বন করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা যায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক পথে যেতে হবে। ফ্যাসিবাদের দোসররা উসকানি দেওয়ার চেষ্টা করছে। আমাদের দেখাতে হবে সম্প্রীতি, আমাদের দেখাতে হবে ঐক্য, আমাদের দেখাতে হবে নিরাপত্তা।’

অনুষ্ঠানে জোনায়েদ সাকি বলেন, ‘আমাদের অসত্য ও মিথ্যার বিরুদ্ধে সত্য নিয়ে দাঁড়াতে হবে। এই দেশের মানুষ ঐক্যবদ্ধ। তাঁরা মানবিক মর্যাদপূর্ণ রাষ্ট্র চায়। তাঁর ওপরই রাষ্ট্র দাঁড়িয়ে থাকবে। এ রকম একটি বন্দোবস্তের জন্য আমরা লড়াই করছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন