ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন

ডেইলি স্টার প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ২১:১৯

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগাল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।


আজ সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডেসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।


শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, কিডনি-সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।


৭০ থেকে ৮০-এর দশকের ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাতাদের একজন মনে করা হয় শ্যাম বেনেগালকে। ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পদক পান এই নির্মাতা। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে মন্থন, জুবেইদা, সরদারি বেগম। এ ছাড়া, বাংলাদেশের 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার পরিচালকও ছিলেন তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও