নাচ-গানে বৃদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করল পরিবার
সাধারণত কারও মৃত্যু হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারে শোকের ছায়া নামে। এটাই স্বাভাবিক। কিন্তু, এক বৃদ্ধাকে শেষ বিদায় জানানো হল নাচ, গান এবং জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে। এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুতে।
৯৬ বছরের ওই বৃদ্ধার নাম নাগাম্মল। তিনি একটি মন্দিরের পুরোহিত পরমাথাদেবরের স্ত্রী ছিলেন। তার শেষ ইচ্ছানুযায়ী, মৃত্যুতে শোকের পরিবর্তে নাচ, গানের মাধ্যমে শেষ বিদায় জানানো হয়। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে।
হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, বয়সজনিত স্বাস্থ্য সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সেই কারণে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে নাগাম্মল তার অন্ত্যেষ্টিক্রিয়ায় দুঃখ এবং শোকের মাধ্যমে পালন না করে নাচ, গান এবং আনন্দের মাধ্যমে পালন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
বৃদ্ধার পরিবারে দুই ছেলে, চার মেয়ে এবং নাতি-নাতনি রয়েছে। যখন তিনি মৃত্যুর কাছাকাছি এসে পৌঁছেছিলেন তখন পরিবারের সদস্যদের বিভিন্ন সঙ্গীত এবং নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি চেয়েছিলেন তার প্রিয়জনরা তাকে আনন্দের সঙ্গে বিদায় জানাক।