You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের আরও একটি গ্রামের দখল নিয়েছে রাশিয়া। সোমবার মস্কো জানিয়েছে, তারা ভেলিকা নোভোসিলকা শহরের কাছাকাছি অবস্থিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্টোরোঝেভোয়ে গ্রামের দখল নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ বাহিনী আরও একটি গ্রামের দখল নিয়েছে। স্টোরোঝেভোয়ে হিসেবে গ্রামটির নাম উল্লেখ করা হয়। খবর এএফপির।

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে লড়াই অব্যাহত রেখেছে রাশিয়া। এর আগে গত শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা কোস্তিয়ানতিনোপলস্কে গ্রাম দখল করেছে। রাশিয়া ওই গ্রামটিকে ওস্ত্রভস্কি নামে উল্লেখ করেছে।

গ্রামটি কুরাখোভ শহরের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। সে সময় ইউক্রেনের মানচিত্র বিশ্লেষণকারী দল ডিপস্টেট জানায় রাশিয়ার সেনারা কুরাখোভ শহরে আক্রমণ চালিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগেই রাশিয়া সম্ভবত ইউক্রেনের আরও বেশি সংখ্যক গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন