নিউ ইয়র্কে পাতাল ট্রেনে নারীকে আগুনে পুড়িয়ে হত্যা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের পাতাল ট্রেনে ঘুমিয়ে থাকা এক নারীর গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওই নারী ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে থেমে থাকা একটি এফ ট্রেনের ভেতরে বসে ছিলেন, সম্ভবত তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় অপরিচিত এক ব্যক্তি শান্তভাবে তার কাছে এসে লাইটার দিয়ে তার পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেয়। এই নারীর পরিচয় শনাক্ত হয়নি।
পুলিশ জানিয়েছে, এই হামলার আগে তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি আর তাদের বিশ্বাস, এরা দুইজন পরস্পরকে চিনতেন না।
স্টেশনে টহলরত পুলিশ কর্মকর্তারা আগুন দেখে ছুটে আসলে ওই ব্যক্তি ট্রেনের কামড়া থেকে নেমে যান।
এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, “তারা (পুলিশ) গিয়ে দেখেন ট্রেনের কামরার ভেতরে দাঁড়ানো এক ব্যক্তির সারা শরীরে আগুন জ্বলছে।”