এবার ১০ হাজার কোটি চায় জনতা ব্যাংক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬

সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা নেওয়ার তালিকায় এবার নাম লেখাতে চায় জনতা ব্যাংক; এক সময় স্বনির্ভর ব্যাংকের কাতারে থাকা রাষ্ট্রায়ত্ত বড় ব্যাংকটি চেয়েছে ১০ হাজার কোটি টাকা।


‘দৈনন্দিন কার্যক্রম পরিচালনার' জন্য ৪ শতাংশ সুদে পাঁচ বছরের জন্য বড় অঙ্কের এ টাকা ধার হিসেবে চেয়েছে ব্যাংকটি।


বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, জনতা ব্যাংকের ঋণের এ আবেদন পেলেও এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।


বাংলাদেশ ব্যাংক থেকে ধার চাওয়ার বিষয়ে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪ শতাংশ সুদে ১০ হাজার কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। ব্যাংকের দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই ঋণ ব্যবহার করা হবে।


“জনতা ব্যাংক এই প্রথম সাহায্য চাইল। বাংলাদেশ ব্যাংক থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।“


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও