ইনস্টাগ্রামে ডিএম পাঠাতে ভুলে যাওয়া আর নয়!

বণিক বার্তা প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮

অনেক সময় গুরুত্বপূর্ণ মেসেজ মনে থাকলেও সঠিক সময়ে পাঠানোর কথা ভুলে যাওয়া খুবই সাধারণ ঘটনা। এ সমস্যা থেকে মুক্তি দিতে ইনস্টাগ্রাম চালু করেছে নতুন একটি ফিচার। ব্যবহারকারীদের জন্য ডিরেক্ট মেসেজ (ডিএম) শিডিউল করার সুবিধা এনেছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এটি ব্যবহারে গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাতে ভুলে যাওয়া সহজেই এড়ানো যাবে।


ইনস্টাগ্রাম ডিএমের নতুন এ ফিচার ব্যবহারকারীদের পছন্দের তারিখ ও সময় নির্ধারণ করে মেসেজ পাঠানোর সুযোগ দেয়। ফিচারটি এরই মধ্যে ইনস্টাগ্রামে চালু হয়েছে এবং এটি সবার জন্য উন্মুক্ত। এখন ব্যবহারকারীরা সহজেই বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে নির্ধারিত সময়ে মেসেজ পাঠাতে পারবেন। যারা আগে থেকে কোনো বার্তা লিখে রাখতে চান, কিন্তু নির্ধারিত সময়ের আগে সেটি পাঠানো ঠিক হবে না, এসব ক্ষেত্রে ফিচারটি বেশ কার্যকর। উদাহরণস্বরূপ, জন্মদিনের শুভেচ্ছা বা ইভেন্ট রিমাইন্ডার পাঠানোর ক্ষেত্রে এটি বিশেষভাবে সহায়ক।


ডিএম শিডিউল করার প্রক্রিয়াও সহজ। ইনস্টাগ্রাম অ্যাপ খুলে ওপরের ডান কোণে থাকা তীর চিহ্ন বা চ্যাট বাবল আইকনে ক্লিক করতে হবে। সেখানে নতুন করে চ্যাট তৈরি বা পছন্দের কন্টাক্ট নির্বাচন করে মেসেজ টাইপ করতে হবে। এরপর সেন্ড বাটনটি খানিকটা সময় চেপে ধরে রাখলে স্ক্রিনে একটি শিডিউল অপশন ভেসে উঠবে। সেখান থেকে ডায়াল ব্যবহার করে তারিখ ও সময় নির্ধারণ করে দিলে মেসেজ শিডিউল হয়ে যাবে। এভাবে মেসেজ শিডিউল করলে নির্ধারিত দিন ও সময়ে মেসেজ স্বয়ংক্রিয়ভাবে সেন্ড হয়ে যাবে। ফিচারটি ব্যবহার করে সর্বোচ্চ ২৯ দিন আগে মেসেজ শিডিউল করা সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও