ইউক্রেন যুদ্ধে পিয়ংইয়ংয়ের হাজারের বেশি সেনা হতাহত, দাবি সিউলের

ডেইলি স্টার ইউক্রেন প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করে হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা হতাহত হয়েছেন। এমনটাই দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)।


আজ সোমবার জেসিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


পিয়ংইয়ং ও মস্কোর সামরিক সহযোগিতা চুক্তির আওতায় গত নভেম্বরে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করে উত্তর কোরিয়া।


এসব সেনাদের রুশ নাম ও জন্মস্থানসহ ভুয়া সামরিক কাগজপত্র দেওয়ার অভিযোগ তুলেছে কিয়েভ। সিএনএনের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়।


দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেসিএসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'বিভিন্ন তথ্য ও গোয়েন্দা সূত্র আমলে নিয়ে আমরা ধারণা করছি, ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে সাম্প্রতিক সময়ে প্রায় এক হাজার ১০০ উত্তর কোরীয় সেনা হতাহত হয়েছেন।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও