ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কারণ লক্ষণ প্রতিকার

বণিক বার্তা প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭

মূত্রতন্ত্রের সংক্রমণ বা ইউটিআই (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন) খুবই পরিচিত একটি রোগ। প্রতি বছর বিশ্বব্যাপী অসংখ্য মানুষ এ রোগে আক্রান্ত হয়। নারী-পুরুষ উভয়েই ইউটিআইতে আক্রান্ত হতে পারেন। তবে পুরুষদের তুলনায় নারীদের আক্রান্তের হার বেশি দেখা যায়। সঠিক সময়ে যথাযথ চিকিৎসা ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে মূত্রতন্ত্রের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব।


মূত্রতন্ত্রের সংক্রমণ


আমরা যখন পানি খাই তখন তা বৃক্ক বা কিডনির মাধ্যমে ছেঁকে মূত্রনালি দিয়ে মূত্র হিসেবে বেরিয়ে যায়। আমাদের শরীরের দুটি কিডনি বা বৃক্ক, দুটি ইউরেটার, একটি ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি এবং ইউরেথ্রা বা মূত্রনালি নিয়ে মূত্রতন্ত্র গঠিত। এ মূত্রতন্ত্রের কোনো অংশে যদি ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণুর সংক্রমণ ঘটে তাহলে তাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রতন্ত্রের সংক্রমণ বলে। মূত্রনালির নিম্নাংশ সংক্রমিত হলে তাকে মূত্রথলির সংক্রমণ বা সিস্টাইটিস এবং মূত্রনালির ওপরের অংশ আক্রান্ত হলে তাকে কিডনির সংক্রমণ বা পায়েলোনেফ্রাইটিস বলে।


কারণ


মূলত মানুষের অন্ত্রে থাকা অ্যাশেরিকিয়া কোলাই নামক ব্যাকটেরিয়া মলের মাধ্যমে বাইরে আসে এবং মূত্রনালি দিয়ে মূত্রতন্ত্রে প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করে। তবে অন্যান্য ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণেও ইউটিআই হতে পারে। এছাড়া আরো যেসব কারণে মূত্রতন্ত্রে সংক্রমণ ঘটে সেগুলোর মধ্যে রয়েছে—



  • পর্যাপ্ত পানি পান না করা

  • দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা

  • যৌনাঙ্গসহ নিজস্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখা

  • এর আগে মূত্রতন্ত্রে সংক্রমণ হওয়া

  • নারীদের গর্ভধারণ ও মেনোপজ

  • কিডনি বা মূত্রথলিতে পাথর

  • শিশুদের কোষ্ঠকাঠিন্য

  • প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া

  • টাইপ-২ ডায়াবেটিস ও এইচআইভিতে আক্রান্ত হওয়া

  • কেমোথেরাপি বা দীর্ঘদিন স্টেরয়েডজাতীয় ওষুধ সেবন

  • প্রস্রাবের রাস্তায় নল বা ক্যাথেটার পরানো থাকা

  • যৌন সম্পর্কের মাধ্যমে জীবাণু মূত্রনালিতে প্রবেশ করা বা এরই মধ্যে মূত্রনালিতে থাকা জীবাণু আরো ভেতরে চলে যাওয়া

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও