৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে ব্রিটেনের লেবার পার্টির মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ দপ্তরের প্রোপ্রাইটি ও এথিক্স টিম (পিইটি)। খবর দ্য টাইমস।
যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তার খালা ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়ার সঙ্গে একটি দুর্নীতিপূর্ণ চুক্তি করতে সাহায্য করেছেন তিনি।
দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ বন্ধু এবং তার পার্শ্ববর্তী হ্যাম্পস্টেড ও হাইগেট নির্বাচনী এলাকার সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক পিইটির এক প্রতিনিধির সঙ্গে বৈঠকে অংশ নিতে সম্মত হন। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) টিউলিপ সিদ্দিক তার অফিসে ১০ বিলিয়ন পাউন্ড মূল্যের রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে তার জড়িত থাকার বিষয়ে অভিযোগের জবাব দেন।
রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পর্কে তার ব্যাখ্যা আপাতভাবে গ্রহণ করা হয় এবং তার বিরুদ্ধে কোনো ধরনের সিভিল সার্ভিস তদন্ত চলছে না বলেই ইঙ্গিত মেলে। এ ব্যাপারে টিউলিপ সিদ্দিকের মন্তব্য পাওয়া না গেলেও ব্রিটিশ মন্ত্রিপরিষদ দপ্তর জানিয়েছে, অর্থ আত্মসাতের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে হাসিনা সরকারের একটি চুক্তি সম্পাদনে তিনি ভূমিকা রেখেছিলেন, যেখানে পরবর্তীতে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ হয়েছে বলে দাবি করা হয়। একই বছরে তিনি একটি অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং তার খালা শেখ হাসিনার সঙ্গে ছবি তোলেন।