তাঁদের অন্য রকম হ্যাটট্রিক
‘মানুষের বাগান’ সিনেমায় প্রথম জুটি বাঁধেন তাঁরা। সেই জুটিকেই পরে ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমায় আবার দেখা যায়। সেই থেকেই তাঁরা হয়ে ওঠেন একে অপরের পছন্দের শিল্পী। একসঙ্গে কয়েক বছর ধরেই সিনেমায় নাম লেখানোর ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ হচ্ছিল না। সেই মোস্তফা মন্ওয়ার ও দীপান্বিতা মার্টিন এবার আরও একটি সিনেমায় নাম লেখালেন। ‘দ্য ক্লাউডস ওক নো ক্লোকস’ জুটি হিসেবে তাঁদের হ্যাটট্রিক ছবি। ভারতীয় এ সিনেমা পরিচালনা করেছেন অনিকেত দত্ত।
তিন বছর আগের কথা। সেবার বুসান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পরে ভারতের গোয়া চলচ্চিত্র উৎসবেও প্রতিযোগিতা করে পায়ের তলায় মাটি নাই। সেখানে সিনেমাটি দেখেন অনিকেত দত্ত ও তাঁর প্রযোজক। ছবিতে বাংলাদেশের এই জুটির অভিনয় তাঁদের ভালো লেগে যায়। একসময় সিনেমা নিয়ে কথা বলতে গিয়েই তাঁদের বন্ধুত্ব হয়ে যায়।
সেই সময়ের কথা স্মরণ করে দীপান্বিতা মার্টিন বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক আগে পরিচালক ও প্রযোজক রোশনী সেনের সঙ্গে কথা হয়। তাঁরা আমাদের জুটির অভিনয়ের প্রশংসা করেন। সে সময় তাঁরা সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন, সেটাও জানান। এর মধ্যেই দুই বছর আগে গল্প ও চিত্রনাট্য নিয়ে কথা হয়। সেটা নিয়ে আমার মত প্রকাশ করি। তাঁরা যেটা চাচ্ছিলেন, ঠিক সেটাই আমি ধরতে পারি। পরে তাঁরা সরাসরি অভিনয়ের প্রস্তাব দেন।’
- ট্যাগ:
- বিনোদন
- জুটিবদ্ধ
- সিনেমায় অভিনয়