বন্দরকে দক্ষভাবে ব্যবহার করতে হবে

প্রথম আলো চট্টগ্রাম বন্দর প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০০

কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার বলেছেন, ‘চট্টগ্রাম বন্দর সঠিকভাবে ব্যবহার করা গেলে ভারতের ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং নেপালের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে স্থিতিশীল ভূরাজনৈতিক অবস্থা তৈরি করা সম্ভব। বাইরের শত্রু তখন খুব সহজে আমাদের দুর্বল করতে পারবে না।’


গতকাল রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে ‘আনলকিং ফিউচার: স্ট্র্যাটেজিস ফর এনহান্সিং চিটাগং পোর্ট ক্যাপাসিটি’ শীর্ষক এক মতবিনিময় সভায় ফরহাদ মজহার এসব কথা বলেন। বন্দর সুরক্ষা কমিটি নামে নতুন একটি সংগঠন আয়োজিত এই সভায় তিনি বন্দরকে দক্ষভাবে ব্যবহার করে অর্থনৈতিকভাবে বিকাশ লাভ করায় জোর দেন।

সভায় ফরহাদ মজহার বলেন, গণ–অভ্যূত্থানের মূল চেতনা ধারণ করে বন্দরকে গড়ে তুলতে হবে। বন্দরকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে আন্তর্জাতিক বিনিয়োগ আসবে। এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন ও রক্ষা করার কথাও বলেন তিনি।


চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য মো. জাফর আলম বলেন, মাতারবাড়ী বন্দর প্রকল্প যখন নেওয়া হয় তখন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। তখন মাতারবাড়ীর পরিবর্তে পায়রায় বন্দর নির্মাণে গুরুত্ব দেওয়া হয়। অথচ পায়রার রাবনাবাদ চ্যানেলে যেভাবে পলি জমে তাতে সেখানে বন্দর নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল। এ জন্য সঠিকভাবে সম্ভাব্যতা যাচাইও হয়নি। আবার ১০ বছর আগে বে টার্মিনাল প্রকল্প নেওয়া হলেও এখনো তা একই জায়গায় আছে। অন্তর্বর্তী সরকার এখন বে টার্মিনাল প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে, এটা খুবই আশার কথা। বন্দরের প্রকল্পগুলো নিতে হবে জনগণের স্বার্থে, যেখানে গোপন কিছু থাকবে না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও