You have reached your daily news limit

Please log in to continue


টি-টোয়েন্টি খেলোয়াড় খোঁজার টুর্নামেন্টে কাকে পেল বাংলাদেশ

‘নতুন মুখের সন্ধানে’—একটা সময়ে ঢাকঢোল পিটিয়েই নায়ক-নায়িকা খোঁজার এই আয়োজনে নামত বাংলাদেশ চলচিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি)। প্রায় এক যুগ পর জাতীয় ক্রিকেট লিগে টি-টোয়েন্টি সংস্করণ ফেরানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যও সেই নতুন মুখের সন্ধানই। জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে, আট দলের টুর্নামেন্টটা তাই জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য নিজেদের চেনানোর বড় মঞ্চই হয়ে ওঠে।

সেই মঞ্চে যেমন একদম আনকোরারা আলো কেড়েছেন, তেমনি জাতীয় দল থেকে ছিটকে যাওয়ারাও নিজেদের ফেরার দাবি জানিয়ে রাখার মতো পারফরম্যান্স করেছেন। সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট নেওয়া দুই খেলোয়াড়ের নামই বলে দিচ্ছে টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে।

সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের নাম মোহাম্মদ নাঈম। ২০১৯ সালে বাংলাদেশের দিল্লি জয়ের ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল নাঈমের। টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা ওপেনার পরে খেলেছেন ওয়ানডে ও টেস্টও। তবে ফর্ম হারিয়ে ফেলায় ২০২৩ এশিয়া কাপ ওয়ানডে খেলার পর আর জাতীয় দলে ডাক পাননি নাঈম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন