রোহিঙ্গা সংকট: অন্তর্বর্তী সরকারের ‘নতুন দৃষ্টিভঙ্গি’ কতটা কাজ দেবে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০

প্রায় সাড়ে সাত বছর ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে বড় পরিসরে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার।


প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আহ্বানে জাতিসংঘের আয়োজনে আগামী বছরের প্রথমার্ধে হতে যাচ্ছে ‘সব অংশীজনের সম্মেলন’।


নিউ ইয়র্কে কিংবা কাতারের দোহায় এই সম্মেলন আয়োজনের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের কর্মকর্তারা।


এ সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও মিয়ানমারে তাদের পুনঃঅন্তর্ভুক্তির জন্য একটি বাস্তবসম্মত কাঠামো নির্মাণে ‘রাজনৈতিক ঐকমত্য’ তৈরি হবে বলে আশা করছে সরকার।


তবে এ ধরনের উচ্চ পর্যায়ের সম্মেলন থেকে ভালো ফল বয়ে আনতে মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ত দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার উপর জোর দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, “আগে থেকে হোমওয়ার্ক না করে এই বড় সম্মেলন করে লাভ নাই। অনুদান সংগ্রহের জন্য হয়ত ঠিক আছে, কিন্তু প্রত্যাবাসনের বিষয়টা বেশ জটিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও