You have reached your daily news limit

Please log in to continue


মানুষের নিরাপত্তা দিতে না পারলে বৈষম্যহীন দেশের স্বপ্ন পূরণ হবে না

সারা দেশে হত্যা, গুপ্তহত্যা, শ্রমিকদের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন এবং নাগরিক নিরাপত্তা নস্যাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। সমাবেশে বক্তারা বলেন, মানুষের নিরাপত্তা দিতে না পারলে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে। সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা, কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে এসে মিছিল শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি রাগীব নাঈম বলেন, ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষের জানমালের নিরাপত্তা, ভাত-কাপড়ের নিরাপত্তা দিতে না পারলে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে। গণ-অভ্যুত্থানের নেতারা যদি মনে করেন শুধু চাকরির বৈষম্যই একমাত্র বৈষম্য, তাহলে ভুল ভাবছেন। জনগণের অনৈতিক সাম্য নিশ্চিত করাই গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা।

ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগরের কোষাধ্যক্ষ আর্দিতা রায় বলেন, ‘আমাদের রক্তের ওপর গণ-অভ্যুত্থানের এই সরকার প্রতিষ্ঠিত। কিন্তু সরকার যেভাবে জনগণের জানমালের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তাতে আমরা এই সরকারকে ছেড়ে কথা বলব না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন