You have reached your daily news limit

Please log in to continue


শীতে ঘুরতে যাচ্ছেন? অ্যাজমা থাকলে কী কী সতর্কতা অবলম্বন করবেন

আবহাওয়ার হিসেবে শীতই ভ্রমণের আদর্শ সময়। স্কুল-কলেজে শীতে লম্বা ছুটি থাকে বলে পরিবার নিয়েও ঘুরে বেড়ানো যায়। এ সময় শহর ছেড়ে কেউ যান গ্রামের বাড়িতে পিঠা-পায়েস খেতে, আবার কেউ ব্যাকপ্যাক পিঠে নিয়ে পাহাড়ের কাছে। কেউ কেউ বিদেশেও পাড়ি জমান। কিন্তু পরিবারে অনেকের হয়তো অ্যাজমা বা অ্যালার্জি থাকে, যা অনেক সময় বিপত্তির কারণ হয়। তবে কিছু সতর্কতা মেনে চললে ভ্রমণটা যেমন সুন্দর হয়, তেমনি অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও এড়ানো যায়।

অ্যালার্জি থাকলে ঘুরতে যাওয়ার আগে কী কী ব্যবস্থা নিতে হবে জেনে নিন—

চিকিৎসকের সঙ্গে কথা বলুন

ঘুরতে যাওয়ার আগেই আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন। জেনে নিন পাহাড় বা জঙ্গলে যাওয়ার জন্য আপনি উপযুক্ত কি না। কোনো ওষুধ পরিবর্তন করতে হবে কি না বা কী কী ওষুধ লাগবে, এগুলোর ব্যবস্থাপত্র নিন।

ওষুধ গুছিয়ে নিন

আপনার ইনহেলারগুলো পরীক্ষা করে নিন, পরিমাণে কম থাকলে নতুন নিয়ে নিন। অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ রাখুন। স্টেরয়েড জাতীয় ওষুধ রাখতে পারেন, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ওষুধের বাক্স লাগেজে নয়, আপনার হাতব্যাগে রাখুন।

কিছু উপাদান থেকে সাবধান

অ্যালার্জির কিছু ট্রিগারিং ফ্যাক্টর বা সূত্রপাতকারী উপাদান থাকে যেমন ধুলাবালু, ফুলের রেণু, পশুর বর্জ্য, ঠান্ডা বাতাস, অধিক উচ্চতা। যে যে কারণে আপনার অ্যালার্জি বাড়ে, সেগুলো এড়িয়ে চলুন। পাহাড়ে গেলে অনেক উঁচুতে না যাওয়াই ভালো, অক্সিজেনের অভাব যেন না হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন