হাসপাতালে আঘাত হেনে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ৪
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা শহরের একটি হাসপাতালে আঘাত হেনে মাটিতে পড়ে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা চারজন নিহত হয়েছেন।
রোববার তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মুগলা প্রশিক্ষণ ও গবেষণা হাসপাতাল থেকে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় এতে দুই পাইলট, একজন ডাক্তার এবং আরেকজন চিকিৎসাকর্মী ছিলেন। তারা সবাই প্রাণ হারিয়েছেন।
মুগলার আঞ্চলিক গভর্নর ইদ্রিস আকবিয়িক সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত হানে এবং তারপর মাটিতে পড়ে যায়। তবে ভবনের ভেতরে বা বাইরে কেউ আহত হয়নি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিহত
- হেলিকপ্টার বিধ্বস্ত