কত বাড়ল নারী ক্রিকেটারদের বেতন
নারী ক্রিকেটারদের বেতনবৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বিসিবির ১৬তম সভায় বেতনবৃদ্ধি ও বোনাস এবং কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকা অনুমোদন দেওয়া হয়।
সভাশেষে বিসিবির দেওয়া সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তি এবং ৩০ জনকে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে। নারী ক্রিকেটাররা বেতন পাবেন চারটি গ্রেডে।
এর মধ্যে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ২০২৩-২৪ মৌসুমের চেয়ে মাসে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আর ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০ হাজার টাকা করে। এ ছাড়া এখন থেকে ম্যাচ ও সিরিজ জয়ের জন্য সুনির্দিষ্ট পরিমাণ বোনাসও পাবেন খেলোয়াড়েরা
২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ জুন মেয়াদের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, ফারজানা হক, ঋতু মনি ও নাহিদা আক্তার। তারা মাসে পাবেন ১ লাখ ২০ হাজার টাকা করে।