You have reached your daily news limit

Please log in to continue


ভুল করে নিজেদের বিমান ভূপাতিত করল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ভুল করে লোহিত সাগরের আকাশে উড়তে থাকা নিজেদের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে।

রোববার ভোররাতের এ ঘটনায় মার্কিন এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটির দুই পাইলট স্বয়ংক্রিয় পদ্ধতিতে বের হয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হন। তাদের দু’জনকেই উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন ছোটখাটো আঘাত পেয়েছেন; জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, “ঘটনাটি ফ্রেন্ডলি ফায়ারের স্পষ্ট ঘটনা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিমানটি একটি এফ/এ-১৮ হর্নেট। এটি বিমানবাহী রণতরী হ্যারি এস. ট্রুম্যান থেকে উড্ডয়ন করেছিল। রণতরী বহরের একটি ক্ষেপণাস্ত্রবাহী পাহারাদার যুদ্ধজাহাজ গেটিসবার্গ ‘ভুলবশত’ হর্নেট বিমানটিকে লক্ষ্য করে গুলি করে আর সেটি আঘাতপ্রাপ্ত হয়।

গাজা যুদ্ধ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই সামরিক তৎপরতার কারণে লোহিত সাগর উত্তপ্ত হয়ে ওঠে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি মিলিশিয়ারা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও সংলগ্ন জলপথ ধরে যাওয়া সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ শুরু করে। ইসরায়েল ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতেই তারা শুধু হামলা চালাচ্ছে বলে দাবি হুতিদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন