এক যুগ পর সবার জন্য খুলবে ‘জাতিসংঘ পার্ক’, অপেক্ষা জনবলের

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২১

দুটি সুইমিংপুল নির্মাণ, পার্ক ঘিরে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংস্থার মধ্যে দ্বন্দ্ব, সুইমিংপুল দুটি ভাঙা, নতুন প্রকল্প গ্রহণ- সব মিলে পেরিয়ে গেছে এক যুগ। অবশেষে আবার সবার জন্য খুলতে চলেছে বন্দরনগরী চট্টগ্রামের জাতিসংঘ পার্ক।


নির্মাণ কাজ শেষ হয়েছে তিনমাস আগেই। কিন্তু পার্ক পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল না থাকায় দীর্ঘায়িত হচ্ছে অপেক্ষা।


নগর পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, নগরীর প্রাণকেন্দ্রের একটি পার্ক ঘিরে উন্নয়নে এভাবে এক যুগ পার হওয়া ‘খুবই দুঃখজনক’। পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিয়ে এমন ‘টানাপড়েন’ নজিরবিহীন। এতে শিশু-কিশোররা বঞ্চিত হয়েছে চরমভাবে।


অবিলম্বে জনবল নিয়োগ করে পার্কটি নগরবাসীর জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তারা।


প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত অধিদপ্তর বলছে, প্রয়োজনীয় জনবল নিয়োগ হলে মাসখানেক পর খুলে দেওয়া যাবে পার্কটি।


চট্টগ্রাম শহরের কেন্দ্রে ৬৯ একর আয়তনের পাঁচলাইশ আবাসিক এলাকাটি গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বে। ১৯৫৪ সালে আবাসিক এলাকাটির জন্য জমি বরাদ্দ দেয় সংস্থাটি। এর মাঝে ২ দশমিক ১৭ একর আয়তনের ওই উদ্যানের নাম শুরুতে ছিল ‘পাঁচলাইশ পার্ক’।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও