You have reached your daily news limit

Please log in to continue


নিঝুম দ্বীপ নিয়ে এত অবহেলা কেন

নিঝুম দ্বীপ। নামের সঙ্গেই জড়িয়ে আছে অদ্ভুত এক মায়া। সম্ভবত সেই কারণেই ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে নোয়াখালীর সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা এই দ্বীপ।

কয়েক বছর আগে নোয়াখালী জেলার ব্র্যান্ডিংও (পরিচিতি) করা হয়েছে নিঝুম দ্বীপের নামে। সেই থেকে নোয়াখালীকে ‘নিঝুম দ্বীপের দেশ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তখন বলা হয়েছিল, নিঝুম দ্বীপ ঘিরে গ্রহণ করা হবে নানা প্রকল্প, যাতে আরও বেশি আকৃষ্ট হবেন পর্যটকেরা। আয় বাড়বে সরকারের। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। নিঝুম দ্বীপের কপালে জুটেছে শুধুই অবহেলা।

সাম্প্রতিক সময়ে যাঁরা নিঝুম দ্বীপ গেছেন, তাঁদের কাছে মনে হবে দেশের সব চেয়ে অনুন্নত একটি অঞ্চল এটি। যেখানে যোগাযোগব্যবস্থার প্রায় পুরোটাই ভঙ্গুর। নেই শিক্ষা-চিকিৎসার কোনো সুব্যবস্থা। ঘুরতে যাওয়া কেউ যদি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাঁকে চিকিৎসার জন্য ছুটে যেতে হবে প্রায় ৪৫ কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা আরও ৭০ কিলোমিটার দূরের জেলা শহরের কোনো হাসপাতালে। দ্বীপে নেই তেমন কোনো ভালো যানবাহনও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন