চার কারণে যানজট, ভোগান্তি
প্রথম আলো
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯
সড়কে যানবাহন চলাচলে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলাসহ চারটি কারণে সিলেট শহরে তীব্র যানজট হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে যানজটের কারণে ভোগান্তি পোহাচ্ছে শহরের কয়েক লাখ মানুষ।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মূল সড়কে সিএনজিচালিত অটোরিকশার অস্থায়ী স্ট্যান্ড বসিয়ে যাত্রী ওঠানামা করানো, ফুটপাত বেদখল, অধিকাংশ বিপণিবিতান ও শিক্ষাপ্রতিষ্ঠানে পার্কিংয়ের ব্যবস্থা না থাকা এবং সরু রাস্তা—এ চার কারণে সিলেট নগরের বিভিন্ন রাস্তায় প্রতিদিনই যানজট হচ্ছে। এতে ঘর থেকে বেরোলেই নগরবাসীকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের আম্বরখানা এলাকায় কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আহমেদুল ইসলামের সঙ্গে। তিনি শাহী ঈদগাহ এলাকা থেকে যাচ্ছিলেন ফাজিল চিশত এলাকায়। এরই মধ্যে দুই দফা যানজটের কবলে পড়েছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভোগান্তি
- যানজট
- তীব্র যানজট