উৎসবের মৌসুমে জিমেইল স্ক্যামের হুমকি, সতর্ক থাকার আহ্বান গুগলের

প্রথম আলো প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ২১:২৬

উৎসবের মৌসুমে ই–মেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারণামূলক স্ক্যাম ই–মেইলের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কায় সতর্কবার্তা দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রতি ই–মেইল আদান–প্রদান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর সঙ্গে প্রতারকেরা নানাবিধ কৌশল অবলম্বন করে ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে সক্রিয় হয়েছে। গুগল সতর্ক করেছে যে বিশেষত উৎসবের মৌসুমের এই সময়ে ফিশিং আক্রমণের দ্বিতীয় দফা শুরু হতে পারে।


বিশ্বজুড়ে ২৫০ কোটি ব্যবহারকারীর বিশাল নেটওয়ার্ক নিয়ে জিমেইল পরিচালনা করা গুগলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যদিও প্রতিষ্ঠানটি দাবি করেছে যে তারা জিমেইলে ৯৯.৯ শতাংশ স্প্যাম, ফিশিং এবং ম্যালওয়্যার প্রতিরোধে সক্ষম, তবে প্রতারকেরা নতুন নতুন কৌশল ব্যবহার করে ইনবক্সে প্রবেশের পথ তৈরি করছে।


গুগল গত বছর একটি উন্নত নিরাপত্তাব্যবস্থা চালু করেছিল, যা ফিশিং আক্রমণের পরিমাণ ৩৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হয়। চলতি বছর প্রতিষ্ঠানটি আরও আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের নিরাপত্তা আরও শক্তিশালী করেছে। গুগলের নতুন বড় ভাষার মডেল (এলএলএম) ফিশিং, ম্যালওয়্যার এবং স্প্যাম আক্রমণের বিরুদ্ধে উন্নত দক্ষতাসম্পন্ন। এই মডেল ২০ শতাংশ বেশি স্প্যাম শনাক্ত করতে পারে। এআই প্রতিদিন ব্যবহারকারীদের রিপোর্ট করা স্প্যাম বিশ্লেষণ করছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও