মূল্যস্ফীতি যা হচ্ছে তাই দেখাচ্ছি, ‘কারচুপি নাই’: অর্থ উপদেষ্টা
মূল্যস্ফীতি আগে আট বা নয়ে আটকে রাখা হলেও এখন কোনো ‘কারচুপি নাই’ বলেই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, “বিবিএসকে বলা হয়েছে, তথ্য যা আছে তাই প্রকাশ যেন হয়। এখানে কারচুপির কোন ব্যাপার নেই।”
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাংকিং অ্যালমানাক’ এর ষষ্ঠ সংস্করণের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
বিগত ১৫ বছরের ‘তথ্য বিভ্রাট নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে নানা প্রশ্নের মুখোমুখী’ হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “টের পাচ্ছি... কিসের মধ্য দিয়ে গত ১৫ বছর।”
“মূল্যস্ফীতি, জিপিডি নিয়ে তথ্য বিভ্রাটের পেছনে অনিচ্ছাকৃত কিছুটা ভূল রয়েছে আবার নীতি নির্ধারাকরাও তথ্য লুকানোর চেষ্টা করেন।”
মূল্যস্ফীতির লাগাম টানতে বারবার সুদের হার বাড়ানো হলেও সুফল মিলছে না নিত্যপণ্যের বাজারে; চড়তে থাকা মূল্যস্ফীতি নভেম্বরে আরও বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ। আগের মাসেও এই হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।