নিজের স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী
তিন সন্তানের জননীকে তার প্রেমিকের সঙ্গেই বিয়ে দিলেন এক স্বামী। এমনকি স্বামী নিজেই সেই বিয়ের আয়োজনও করেছেন।
বাস্তবের এই ঘটনা যেন বলিউড সিনেমাকেও হার মানিয়েছে! ভারতের বিহারের এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিহারের সাহারসার এই নারী ১২ বছর আগে প্রেম করে বিয়ে করেন এক যুবককে। দীর্ঘ এক যুগ সংসার করার পর নতুন করে প্রেমে পড়েন এবং স্বামীর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তিন সন্তানের এই জননী। তার এই প্রেমিক নিজেও একজন দুই সন্তানের বাবা।
স্থানীয় সংবাদ মাধ্যম জাগরণের রিপোর্ট অনুযায়ী, এই নারীর স্বামী কেবল তার নতুন সম্পর্ককে মেনে নিয়েছেন তা-ই নয়, তাদের বিয়ের আয়োজনও করেছেন।
- ট্যাগ:
- জটিল
- বিয়ে
- স্ত্রী
- বিচিত্র ঘটনা