গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: প্রাইভেট কারের চালকসহ দুজনের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে
পূর্বাচলে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার প্রাইভেট কারের চালকসহ দুজনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকেরা। আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) গ্রেপ্তার তিনজনের ডোপ টেস্ট করা হয়।
জেলা সিভিল সার্জন মশিউর রহমান প্রথম আলোকে বলেন, প্রাইভেট কারের চালক মুবিন আল মামুনের (২০) শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে। আর আরোহীদের মধ্যে মিরাজুল করিমের (২২) শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। অপরজন আসিফ চৌধুরীর শরীরে অ্যালকোহল–জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি।
এদিকে রূপগঞ্জ থানা-পুলিশ গাড়িচালকসহ গ্রেপ্তার এই তিনজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। বিচারক আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে আজ সন্ধ্যায় তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
গ্রেপ্তার মুবিন আল মামুন রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। মিরাজুল করিম রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে এবং আসিফ চৌধুরী উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে। তাঁরা তিনজনই শিক্ষার্থী। তাঁদের প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে মদের একটি খালি বোতল ও বিয়ারের একটি ক্যান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।